মগবাজারের বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ভবনটির নিরাপত্তাকর্মী মো. হারুনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তিনি ওই ঘটরার পর থেকে নিখোঁজ ছিলেন।
বিস্ফোরণস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আজ উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরাতে গিয়ে ভবনটির নিচতলায় সিঁড়ির কাছে একটি ছোট কক্ষে তার লাশ দেখতে পান তারা। বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, আজ উদ্ধার মরদেহটি ওই ভবনে দায়িত্বে থাকা কেয়ারটেকারের। তিনি বিস্ফোরণের সময় থেকেই নিখোঁজ ছিলেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ হয়। আজ উদ্ধার মরদেহসহ এ ঘটনায় মৃত্যু বেড়ে ৮ জন হলো।
Leave a Reply